TheUnspokenWords.net সম্বন্ধে

আমার বহুদিনের সখ ছিল একটি ওয়েব সাইট খুলব। বহুদিন পূর্বে সেই বিষয়ে কিছুদুর অগ্রসরও হয়েওছিলাম। কিন্তু সেটিকে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভবপর হয়নি। অতঃপর একটি ব্লগ দিয়ে শুরু করি। যতদুর মনে পরছে ২০০৭ নাগাদ। নিয়মিত লিখছিলাম। তাই আত্মবিশ্বাসী বোধ করছিলাম। অবশেষে, ২০১০ সালের শুরুতে ব্লগটিকে একটি সম্পূর্ণ ওয়েব সাইটে রুপান্তরিত করায় সচেষ্ট হলাম। প্রাথমিক উৎসাহটা পাই বেশ কয়েকজনের থেকেই। সাইটটা বানানোর জন্যে সাহায্যও পেয়েছি কিছু মানুষের কাছে। যেমন, আমার সাইটের ডিসাইনটা স্বস্তিক বানিয়ে দিয়েছিল। আর ডোমেইনটা প্রিতমের খুঁজে দেওয়া। কোডিংটা নিজে হাতেই সারা। ২০১০ সালের অক্টবর মাসে শুভারম্ভ হয়েছিল TheUnspokenWords.net এর। সেই থেকে দীর্ঘ ৪ বৎসরের পথ চলা। সময়টা লম্বা হলেও কর্মজীবনের ব্যাস্ততার মাঝে যতটা করব ভেবেছিলাম ততটা করে ওঠা সম্ভব হয়নি।

বিশেষ কিছু প্রযুক্তিগত কারনে বাংলা লিখতে বেশ অসুবিধা বোধ করছিলাম। তাই অনেকদিন কিছু লেখা হয়নি। লেখাগুলি খাতাতেই পড়ে আছে। ২০১৪ এর শুরুতে তাই একটা পরিবর্তিত সাইটের পরিকল্পনা করি। অবশেষে কাজের প্রাথমিক অংশ সমাপ্ত হওয়ায় স্বাধিনতার পুণ্য তিথিতে নুতন সাইটটা পাঠক বন্ধুদের উপহার দিলাম। আশা করি নুতন সাইটটি পাঠকদের আরো বেশিকরে পড়তে উৎসাহিত করবে। চিত্রসম্ভারটি আপাতত বাদ রইল। খুব শিঘ্রই আপডেট করব।

দ্রষ্টব্য - নুতন সাইটটা firefox এ সবচেয়ে ভাল দেখাবে। Chrome এ ফন্টগুলি ভাল দেখালেও দারুন দেখাচ্ছে না। অসুবিধাটা chrome এরই। Chrome এর canary ভারসন্টায় দেখছি ঠীক ঠাকই দেখাচ্ছে। সুতরাং পরবর্তী আপডেটে অসুবিধাটা দূর হবে বলেই আশা করা যায়।